Wellcome to National Portal
Main Comtent Skiped

eak nojore

 

  আমাদের ঐতিহ্যবাহী জীবন ঘনিষ্ঠ মৃত্তিকা সংলগ্ন সংস্কৃতির বিকাশ সাধনের স্বপ্ন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। কালের আবর্তে তার রোপিত সংস্কৃতির ধারক সেই বৃক্ষটি আজ ৪৫ বছরে ফুলে ফলে সুশোভিত, নানা কর্মকান্ডে দেশব্যাপী পরিব্যাপ্ত, বিশ্ব পরিমন্ডলে সমাদৃত। দেশের ৬৪ টি জেলায় ১৯৮৭ সালে ০৩ জুলাই জেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা হয়। সর্বপ্রথমে এটির নাম করণ করা হয় ললিত কলা একাডেমি । যেখানে নৃত্য, সংগীত, নাটক, চারুকলা,  তবলা প্রশিক্ষণের মাধ্যমে শিল্পী সৃষ্টি করার কার্যক্রম শুর হয়। অতপর স্থানীয় অনেক গুণী শিল্পী এই একাডেমি থেকে প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেছেন এবং বেতার,  টেলিভিশনে স্ব-স্ব বিষয়ে পরিচিতি লাভ করেছে। বর্তমানে এই একাডেমিতে ০৭ জন প্রশিক্ষক ও ০২ জন তালযন্ত্র সহকারীবৃন্দ নিয়ে প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে। এছাড়াও একজন কর্মকর্তা  এবং ০৪ জন কর্মচারীবৃন্দ এই একাডেমিতে বর্তমানে কর্মরত রয়েছেন।